ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার বাংলাদেশ-এর ঢাকার পল্লবী ক্যাম্পাসে বিজয় দিবসের এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের   ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি আরম্ভ হয়। মহান বিজয় দিবস ও এর তাৎপর্যের উপর আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উক্ত আলোচনায় অংশগ্রহন করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজয় দিবসের চেতনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনানী মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি তাঁর বক্তব্যে জাতীয় জীবনের সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ও ভিশন-২০৪১-এর আলোকে স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

এছাড়া স্বাধীনতা সংগ্রামের মহান শহীদদের স্মরনে এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এস এ /এস এস