ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর মোহাম্মদ মুসা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ফেলোশিপ অর্জন

“ROGE 24” শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সে মূলবক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মেরিটাইম সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বলিষ্ঠ অবদানের জন্য যুক্তরাজ্যের সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিবিইআর), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন। ০৫-০৬ আগস্ট ২০২৪ তারিখে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “রিস্ট্রাকচারিং অব দা গ্লোবাল ইকোনমি (আরওজিই) প্রোমোটিং সাসটেইনেবিলিটি”-শীর্ষক সিবিইআর, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত ১৩তম আন্তর্জাতিক কনফারেন্সে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়াও ভাইস-চ্যান্সেলর মহোদয় বর্ণিত আন্তর্জাতিক কনফারেন্সে সেশন-৮ এ “সাসটেইনেবল ওশান ইকোনমি: বাংলাদেশ জার্নি অন দা রোডম্যাপ টু এ ব্লু ইকোনমি” শীর্ষক কি নোট প্রবন্ধ উপস্থাপন করেন। 

উক্ত ফেলোশিপের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিবিইআর যুক্তরাজ্যের সম্মানিত ফেলো ও কনফারেন্সে আগত বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ, প্রবন্ধ উপস্থাপন ও আন্তর্জাতিক জার্নালে রিসার্চ পেপার প্রকাশনা প্রভৃতির মাধ্যমে একটি আন্তর্জাতিক অবস্থান প্রতিষ্ঠিত হবে, যা দেশ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। উল্লেখ্য, রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ এবং কিংস কলেজের একজন সম্মানিত অ্যালামনাই।