ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৬ সেপ্টেম্বর


জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার পর সংস্কৃতি কর্মীরা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়।

যুদ্ধাপরাধীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সাংস্কৃতিক জোট গঠন করা হয়। 

চিত্রপরিচালক আলমগীর কুমকুম, খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী ও অরুন সরকার রানা’র নেতৃত্বে এই জোট গঠিত হয়।

১৯৭৮ সালে সাংস্কৃতিক জোট সংগঠনের কর্মীরা প্রথম রাজপথে আন্দোলন-সংগ্রাম শুরু করেন। সারাহ বেগম কবরী সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হতো চিত্রনায়ক আলমগীরের অফিসে। সারাহ বেগম কবরী ১৯৭৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালে আলমগীর কুমকুম সভাপতি ও সারাহ বেগম কবরী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি একবং তারানা হালিম সভাপতির দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রথম কমিটিতে ছিলেন চিত্রনায়ক আলমগীর, এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, টিপু মুন্সি, মোবারক আলী শিকদার, শচীন্দ্র সরকার, শাহাদাত চৌধুরী সাধন, হায়দার আলী, চিত্রনায়ক জসিম, পীযুষ বন্দোপাধ্যায়, গোলাম মোস্তফা, খায়রুল আলম সবুজ, শোভা রাণী সরকার, বাদল রহমান, কবি ত্রিদিব দস্তিদার, দিলীপ চক্রবর্তী, সুধাময় কর, আলতাব মাহমুদ, রাজু কামাল, মজিবুর রহমান চৌধুরী মজনু প্রমুখ।

সিবি/এডিবি