ন্যাভিগেশন মেনু

বছরব্যাপী কার্যক্রমে মশা নিয়ন্ত্রণে রয়েছে: তাপস


মশক নিধনে বছরব্যাপী কার্যক্রম নেওয়াতে আমরা এডিস মশা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (২৫ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি ভিত্তিতে মেয়রদের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সেখানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

বৈঠকে মেয়র তাপস বলেন, ‘এখন লকডাউন চলছে, সকল সরকারি, বেসরকারি অফিস কার্যালয় বন্ধ। মশক নিধনে আমাদের বছরব্যাপী কার্যক্রম চলমান রয়েছে। যার কারণে কিন্তু এটিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

এসময় ডিএসসিসি’র নেওয়া কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ৭৫ টি ওয়ার্ডে ২ জন ম্যাজিস্ট্রেট আছে। গত ১১ জুলাই থেকে আমরা চিরুনি অভিযান শুরু করেছি। এই চিরুনি অভিযান করার ফল পেয়েছি। আইইডিসিআর থেকে যে তথ্য দিয়েছে তাতে ১১ জুলাইয়ের আগে ডিএসসিসি এলাকায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী এসেছিল ৮১ জন। অভিযান চালানোর পরদিন ৭৫ জন, তারপর দিন ৬৫, তারপরদিন এসেছে ১৩ জন আর গত বৃহস্পতিবার ২২ জুলাই এসেছে ২৫ জন। অর্থাৎ চিরুনি অভিযান করার পর কমে এসেছিল।’

মেয়র বলেন, ‘আমরা শঙ্কা করেছিলাম যে ঈদের চারদিন ছুটি বৃষ্টি হচ্ছে আবারও এডিস মশার বিস্তার হবেই। যার কারণে ১৮ জুলাই আবার সভা করে ২০ তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রম তরান্বিত করেছি। গত ২১, ২২ এবং ২৩ জুলাই বন্ধ ছিল। এই তিন দিনের কারণে আবার বেড়ে ১০৪ জন হয়েছে।’

তাপস বলেন, ‘প্রাকৃতিক কারণে এটা এডিস মশার প্রজননের সময়। তবে আমরা আশাবাদী চিরুনি অভিযান শুরু হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালত চলবে। নগরবাসীকে বলব আপনারা আমাদের জানান কোথায় এডিসের লার্ভা আমরা সাথে সাথে সেখানে গিয়ে ব্যবস্থা নেব।’

এমআইআর/ওআ