ন্যাভিগেশন মেনু

বছরের প্রথম কালবৈশাখী বয়ে গেলো ৬ জেলায়


শনিবার ঝলমলে রোদের পর পড়ন্ত বিকেলে নিজের রূপ নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়।

শনিবার (১৩ মার্চ) বৃষ্টি সঙ্গে নিয়ে বছরের প্রথম কালবৈশাখীর সঙ্গী ছিলো ধুলোবালি।

কালবৈশাখীর গড় গতিবেগ ছিলো ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। সন্ধ্যার পর বৃষ্টিপাতের পরিমাণসহ সারাদেশের অবস্থা জানা যাবে।

এদিকে রাজধানীতে ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। অবতরণের অপেক্ষায় আকাশে দীর্ঘক্ষণ ঘুরেছে প্লেনগুলো।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, এবং সিলেট বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (১৩ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সিবি/এডিবি