ন্যাভিগেশন মেনু

বছরে কয়েক কোটি টাকা বেতন পেয়েও স্বভাব চুরি করে খাওয়া


অভাব নয় স্বভাব যখন চুরি করে খাওয়া। ঠিক এমনই বছরে কয়েক কোটি টাকা বেতন পাওয়া এক ব্যাংক কর্মকর্তা চাকরি খোয়ালেন স্যান্ডউইচ চুরির দায়ে।

নামকরা প্রতিষ্ঠানে সিনিয়র পদে কর্মরত এ ব্যাংক কর্মকর্তা অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করে খেতেন! এমন অভিযোগে ইতিমধ্যে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

এত টাকা বেতন পাওয়ার পরও ওই কর্মকর্তা কেন খাবার চুরি করে খেতেন, এতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ শাহ (৩১) লন্ডনে সিটিগ্রুপের বন্ড ব্যবসায়ী হিসেবে প্রধান ছিলেন। তার মাসিক বেতন ছিল কয়েক লাখ টাকা। কিন্তু সেখানে কোম্পানির ক্যাফেটেরিয়া থেকে খাবার চুরি করে খেতেন।

ডেইলি মিরর তাদের প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মকর্তা ক্যান্টিন থেকে স্যান্ডউইচ চুরি করতেন।

ইতিমধ্যে সিটিগ্রুপ ওই কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। তবে চুরির বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

পরেশ শাহ সিটিগ্রুপে একজন কর্মকর্তা হিসেবেও সফল ছিলেন বলে জানা যায়। সেখানে ২০১৭ সালে যোগদানের কয়েক মাস পরেই পদোন্নতি পান তিনি। এর আগে তিনি এইচএসবিসি'তে কর্মরত ছিলেন।

এস এ / এস এস