ন্যাভিগেশন মেনু

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা


দেশের কিছু কিছু জায়গায় থাকছে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেত্রকোনা, টাঙ্গাইল, রাজশাহী এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমতে পারে। সেই সাথে কিছুটা কমতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুনঃ

৭২ ঘন্টা বৃষ্টির সম্ভবনা

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমআইআর / এসএস