ন্যাভিগেশন মেনু

বনানীতে পাঁচ দিনব্যাপী পর্যটন মেলা শুরু


ঢাকার বনানীতে শনিবার পাঁচ দিনব্যাপী পর্যটন মেলা শুরু হয়েছে। মেলায় কক্সবাজারের চার-তারকা মানের হোটেল "হোটেল ইনানী লং বে" এবং পর্যটন খাতের বিনিয়োগ প্রতিষ্ঠান "এমএনএস প্রোপার্টিজ লিমিটেড” অংশ নিচ্ছে। তারা নিজেদের সেবার ওপর বিশেষ মূল্য ছাড় সহ নানা সুবিধা দিচ্ছে।

 “হোটেল ইনানী লং বে- টুরিজম অ্যান্ড প্রপার্টি মেলা” নামের মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা। অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওহাব, পরিচালকদের মধ্যে আব্দুল্লাহ আল আমিন, এস এ এন এম কামরুল আহসান, রফিকুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম এবং অতিথিদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শাহ্ আলম চৌধুরী এবং সহযোগী অধ্যাপক মিলি রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রোকন উদ-দৌলা বলেন, “পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত “কক্সবাজার” বাংলাদেশ তথা এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এবং বেশি পর্যটক আকৃষ্ট করতে আমাদের কক্সবাজারসহ নতুন পর্যটন স্পটগুলোকে আরো পর্যটক বান্ধব করতে হবে এবং এই খাতে নতুন বিনিয়োগ করতে হবে।”

মেলার আয়োজকরা দেশের কক্সবাজারগামী পর্যটকদের দৃষ্টি আকর্ষণের ওপর জোর দিচ্ছেন। বর্তমান সরকরের পর্যটকবান্ধব প্রকল্প ঢাকা-কক্সবাজার রেলসংযোগের কাজ শেষ হচ্ছে আগামী বছর। আগামী বছর আরো বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করবেন বলে মনে করছেন আয়োজকরা।

তারা বলছেন, দেশে পর্যটন শিল্প বর্তমানে দ্রুত বিকাশমান, পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে ছোট বড় নতুন নতুন বিনিয়োগ হচ্ছে। ব্যক্তি পর্যায়ের নতুন বিনিয়োগ প্রমাণ করে, এই খাতে মানুষের আগ্রহ ও রিটার্ন সন্তোষজনক।

আয়োজকেরা বলছেন, এই পর্যটন মেলার মাধ্যমে ভ্রমণ পিপাসু পর্যটকরা বিভিন্ন ভ্রমণের তথ্য, আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ও পর্যটন খাতে বিনিয়োগ এবং এর রিটার্ন সম্পর্কে জানতে পারবেন। মেলা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।