ন্যাভিগেশন মেনু

বনানীর ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট


রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯ টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে ১৫টি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

তিনি জানান, ভিতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে। অতিরিক্ত ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেওয়া যাচ্ছে না।

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সে তথ্যও কেউ নিশ্চিত করেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনটির তৃতীয় তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে  এমিকন নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করা হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া সংবাদমাধ্যমকে জানান, ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির করখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

এস এ/এডিবি/