ন্যাভিগেশন মেনু

বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত


কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৪৭) নিহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজ অফিসে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।

ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন) ১৪'এর কমান্ডিং অফিসার পুলিশ সুপার নাইমুল হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং শিবিরে তার বাড়িতে চার-পাঁচজন লোক এসেছিন। তারা মুহিবুল্লাহকে চার-পাঁচ রাউন্ড গুলি করে বলে তার স্ত্রী জানান।

খবর পেয়ে সাধারণ রোহিঙ্গাদের সহযোগিতায় এপিবিএনের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফের হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এডিবি/