ন্যাভিগেশন মেনু

বন্ধুরাই প্রাণ কেড়ে নিল যুবকের


বাবা-মায়ের পর বন্ধুর স্থান। স্বার্থর জন্য ভাইয়ে-ভাইয়ে বিবাদ, মামলা-মোকদ্দমা হয়। কিন্তু বন্ধুত্ব হয় দুই প্রাণের মিলের।কিন্তু কখনো কখনো বন্ধুদের মধ্যে হাতাহাতি থেকে খুনোখুনিও হয়।

খুশির ঈদের আগে এমনই কাণ্ড ঘটলো রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র আরামবাগে। সেখানে  ছাপাখানার কর্মচারী রাসেল নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ কাণ্ডে তাঁরই দুই বন্ধুকে পাকড়াও করেছে পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া রাতে সাংবাদিকদের জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের দুই বন্ধু শ্যামল ও হৃদয়কে আটক করে মতিঝিল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শ্যামল ও হৃদয় জিজ্ঞাসাবাদে বলেছেন, রাসেলকে নিয়ে তাঁরা দুই বন্ধু ঈদের কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিলেন।ফেরার পর অপর বন্ধু শাকিল তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়।

নিহত রাসেলের (২১) বাড়ি শরীয়তপুর জেলায়। সে  ১৪৯/২ আরামবাগের একটি ছাপাখানায় কাজ করত। এবং সেখানেই থাকত।

মঙ্গলবার রাত সাড়ে আটটার পর আরামবাগ হাইস্কুলের পাশে তাঁকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় রাসেলকে তাঁর দুই বন্ধু শ্যামল ও হৃদয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

১০-১৫ দিন আগে হওয়া ঝগড়ার জের ধরে রাসেলের পেটে ছুরি ঢুকিয়ে দেয় তারই বন্ধু শাকিল। সেও ছাপাখানায় কাজ করে।

এস এস