ন্যাভিগেশন মেনু

বন্ধ হয়ে যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিক


তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসির অধিকাংশ ক্লিনিক ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে চাকরি হারাচ্ছেন এই ক্লিনিকগুলোর দুই হাজার কর্মী।

১৯৯৭ সাল দাতা সংস্থা ইউএসএআইডি'র অর্থায়নে দেশের ৬৪টি জেলায় ৩৯৯টি সূর্যের হাসি ক্লিনিক নামে সরকারের সহযোগী সংস্থা হিসেবে তৃণমূলের প্রায় তিন কোটি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। আগে ক্লিনিকগুলো ২৬টি এনজিও'র মাধ্যমে পরিচালিত হতো। 

২০১৮ সাল থেকে এনজিওগুলোকে বিলুপ্ত করে ৩৯৯টি ক্লিনিকের মধ্যে ৩৬৯টি ক্লিনিক নিয়ে সূর্যের হাসি নেটওর্য়াক দায়িত্ব গ্রহণ করে। চলতি বছর দেশের ১৫৮টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা

এর ফলে করোনা পরিস্থিতির মাঝে চাকরি হারাচ্ছেন দুই হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী।

এর আগে গত ৫ এপ্রিল ক্লিনিকগুলো বন্ধের সিদ্ধান্ত জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন সূর্যের হাসি নেটওয়ার্কের চেয়ারম্যান মোহাম্মদ আলী। পরে ই-মেইলে সেই সিদ্ধান্ত জানিয়ে চিঠি ইস্যু করা হয়েছে বন্ধ হয়ে যাওয়া ক্লিনিকগুলোর ব্যবস্থাপকদের।

গত এপ্রিল মাসে সূর্যের হাসি নেটওয়ার্কের মানবসম্পদ বিভাগের প্রধান মুশফিকুল আজম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সেবা প্রদানে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তা অসঙ্গতিপূর্ণ এবং টেকসই নয়। বহু বছর আগে স্থাপিত এই ক্লিনিকগুলো এখন প্রয়োজনীয়তা হারিয়েছে। এ কারণে কর্তৃপক্ষ ক্লিনিকগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। 

৩০ জুন থেকে দেশের ১৫৮টি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সূর্যের হাসি নেটওয়ার্ক।

এডিবি/