ন্যাভিগেশন মেনু

বন্যা ও নদী ভাঙন রোধে ২৩৩ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ শামীম


বন্যা ও নদী ভাঙন প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা নদীতীরে ২৩৩ কোটি টাকা ব্যয়ে শক্তপোক্ত বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

সোমবার কালিহাতী উপজেলার গরিলাবাড়ী বাঁধ এলাকায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে বন্যা দুর্গতদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের খাদ্যের কোন ঘাটতি নেই। বন্যার্তদের আমরা শুকনো খাবার ও চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।

তিনি বলেন, ‘বন্যা একদিন থাকুক আর ১০ দিন থাকুক দেশের মানুষকে কোন প্রকার কষ্ট করতে দেব না। বন্যার পানি নেমে গেলেই আমরা পুণর্বাসনের কাজ শুরু করবো, ইতিমধ্যে পুণর্বাসনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।


এমআইআর /এসএস