ন্যাভিগেশন মেনু

বন বিভাগের সব পর্যটন কেন্দ্র বন্ধ


সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বন বিভাগের আওতাধীন দেশের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে বন বিভাগের আওতাধীন পর্যটন কেন্দ্রগুলো।

এ বিষয়ে বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় জানান, ‘করোনা সংক্রমন রোধে শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু সাফারি পার্কসহ সারাদেশের বন বিভাগের সকল পর্যটন পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বন অধিদপ্তর। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, সারাদেশে বন বিভাগের আওতায় ৪৯টি স্থানে ইকোট্যুরিজম পরিচালিত হয়।

এমআইআর/এডিবি