ন্যাভিগেশন মেনু

বরগুনায় ২ জলদস্যু গ্রেপ্তার


বরগুনায় প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন ২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্রগ্রামের মেট্রোপলিটন এলাকা থেকে মাজেদুল ইসলাম ও বাশখালীর ঘন্ডামারা থেকে কাওসার হামিদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বঙ্গোপসাগরে জলদস্যুতার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

তদন্তকারী কর্মকর্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ কাওসার হামিদ ও মাজেদুল গত বছরের ১৩ মার্চে বঙ্গোপসাগরে জেলে ট্রলারে ডাকাতির সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতে উপস্থিত করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, আমরা জলদস্যুদের শিকড়ের সন্ধান করছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলদস্যু চক্রকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

উল্লেখ্য, পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে গত বছরের ১৩ মার্চ জলদস্যুদের গুলিতে আল-আমিন (৩০) নামে এক জেলে নিহত হয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করে।

এস এ/ওআ