ন্যাভিগেশন মেনু

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ


বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিকরা। সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ও বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসানে উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

শনিবার (২১ নভেম্বর)  সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে তারা। এ ধর্মঘটের কারণে বরগুনায় সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য যানবাহন যথারীতি চলছে।

গত শুক্রবার বিকালে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এক বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফেরার পথে সরিষামুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের উপর হামলা করে দুর্বৃত্তরা। হামলায় বরগুনা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসানের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পা এবং ডান হাতের রগ কেটে গেছে।

তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সকালে বরগুনা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যতোদিন আসামিরা গ্রেপ্তার না হবে ততোদিন এ আন্দোলন চলবে।

বেতাগীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি সাখায়াত হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিবি/এডিবি