ন্যাভিগেশন মেনু

বরিশালে লঞ্চ থেকে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করলো আনসার সদস্যরা


বরিশাল নৌ বন্দরে লঞ্চ থেকে পড়ে যাওয়া দুই যাত্রীকে উদ্ধার করেছে ঈদুল আযহা উপলক্ষে নৌ বন্দরে বিশেষ দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নৌ বন্দরে ঢাকাগামী লঞ্চে উঠতে গিয়ে ওই দুই ব্যক্তি নদীতে পড়ে যায়।  

উদ্ধার হওয়া যাত্রীরা হলেন - নগরীর নথুল্লাবাদ এলাকার মো. রহিমের ছেলে মো. রাসেল (৩৫) ও বরগুনার তালতলী উপজেলার মো. মোসলেমের ছেলে আবুল হোসেন (৫৫)।

নৌ বন্দরে বিশেষ দায়িত্বে থাকা আনসারের পিসি রফিকুল ইসলাম মোশারেফ জানান, ওই যাত্রীরা সুন্দরবন-১০ লঞ্চে উঠতে গিয়ে  যাত্রীদের ভিড়ের কারণে ধাক্কাধাক্কিতে ওই দুই যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় তারা নদীতে পড়ে হাবুডুবু খাওয়া যাত্রীদের উদ্দেশ্যে লাইফ জ্যাকেট ও রশি ছুড়ে দেন। যাত্রীরা লাইফ জ্যাকেট ধরে ভেসে থেকে রশি ধরে। পরে তাদের টেনে উপরে তোলা হয়। যাত্রীদের এ উদ্ধার কাজে আনসার সদস্যদের সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেছেন।

সিবি/ এডিবি