ন্যাভিগেশন মেনু

বরিস জনসন ফের সেলফ আইসোলেশনে


ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ফের সেলফ আইসোলেশনে রয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত এক এমপির সঙ্গে বৈঠকের পর তিনি আইসোলেশনে চলে যান। 

রবিবার (১৫ই নভেম্বর) ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯-এর কোনো লক্ষণও নেই।

এএফপির খবরে বলা হয়েছে, সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শে ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসন তার কার্যক্রম চালিয়ে যাবেন।

দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস বরিস জনসনকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে।

বরিস জনসন কতদিন আইসোলেশন থাকবেন, সে সম্পর্কে ডাউনিং স্ট্রিট থেকে কিছু বলা হয়নি। তবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার নিয়ম অনুযায়ী ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকা উচিত।

এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। 

এডিবি/