ন্যাভিগেশন মেনু

বর্ষায় ঈদের সাজ


ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আসলেই খুশির শেষ থাকে না উৎসব পাগল বাঙালিদের। ঈদ আসার আগ থেকেই শুরু হয়ে যায় ঈদের সাজের প্রস্তুতি। তবে ঈদে হাজার কাজের ‍মাঝে নিজেকে একটু সাজিয়ে রাখতে কেনা ভালোবাসে?

এবছর পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে  গরম ও বৃষ্টির সময়ে। সত্যি বলতে এসময় নিজেকে সাজিয়ে রাখা একটু বেশিই কষ্টসাধ্য। তবে খুব সহজে অল্প সময়ে ঈদের দিনের সাজের পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম ।

তিনি বলেন, ঈদে হাজার কাজের ‍মাঝে নিজেকে একটু সাজিয়ে রাখুন। এতে দেখবেন নিজের যেমন ভালো লাগবে, বাড়ির সবারও মন ভালো থাকবে আপনাকে দেখে।

সাজের পরামর্শ দিয়ে তিনি বলেন, সাজের আসল সময় তো সন্ধ্যায়। অতিথি আপ্যায়ন ও  রান্না ঘরের কাজ করতেই তো চলে যায় সারাদিন। তাই সন্ধ্যাটা ফ্রি রাখুন শুধু নিজের জন্য। প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিন। কীভাবে?

এসময় বাইরে বের হওয়ার সময় বৃষ্টি হতে পারে, তাই ওয়াটার বেজড্ ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর উপরে ব্যবহার করুন কম্প্যাক্ট পাউডার।

এছাড়া, পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙের শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। আইলাইনার কিংবা কাজল ইচ্ছামতো লাগাতে পারেন। ঘন মাশকারার প্রলেপে শেষ করুন চোখের সাজ। হাইলাইটার বা শিমার পাউডারের সীমিত ব্যবহার তো হতেই পারে। ত্বকের সঙ্গে মানিয়ে বেছে নিন হাইলাইটার। ঠোঁটে দিন গাঢ় রঙের লিপস্টিক।

মনে রাখতে হবে সাজের ফলে শুধু সুন্দরী দেখায় না, নিজের মধ্যে আত্নবিশ্বাসও বৃদ্ধি পায়।

সিবি/এমআইআর