ন্যাভিগেশন মেনু

বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করলো আইসিসি ক্রিকেট কমিটি


করোনাভাইরাস পরবর্তী সময়ে ঝুঁকি কমাতে বলে স্যালাইভা (থুতু) ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি দিয়েছে অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি।

সোমবার (১৮ মে) এ ইস্যুতে বৈঠক করে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে কমিটির সব সদস্য বলে থুতু বা লালা না লাগানোর ক্ষেত্রে সম্মতি দিয়েছেন।

এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘স্যালাইভা ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে, আইসিসি ক্রিকেট কমিটি এদিন প্রস্তাব দিয়েছে ঝুঁকি কমাতে খেলার নিয়মে কিছু পরিবর্তনের। যাতে ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের নিরাপত্তা বজায় থাকে।’

সেখানে আরও বলা হয়েছে, ‘আইসিসি ক্রিকেট কমিটি আইসিসি মিডিয়া উপদেষ্টা কমিটির ড. পিটার হারকোর্টের থেকে জানতে পেরেছে স্যালাইভার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এবং সেটা সবাই মেনেও নিয়েছে যে কারণে বলে স্যালাইভা ব্যবহার না করার প্রস্তাব দেওয়া হয়েছে।’

অনিল কুম্বলে বলেন, ‘ঘামের মাধ্যমে করোনাভাইরাস একজনের থেকে অন্যের শরীরে যাওয়ার সম্ভাবনা কম। তাই কমিটির মেডিকেল বিশেষজ্ঞদের উপদেশের ভিত্তিতে জানানো হয়েছে ভাইরাসের ঘামের মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই তার উপর নিষেধাজ্ঞার প্রয়োজন নেই। বলের চমক ফেরাতে ঘাম ব্যবহার করা যেতে পারে। যা মাঠের স্বাস্থ্যবিধি বাড়াতে সাহায্য করবে।’

এমআইআর/ এডিবি