ন্যাভিগেশন মেনু

বশেফমুবিপ্রবির অস্থায়ী স্থাপনার নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপাচার্য


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মূল ক্যাম্পাসে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে পরির্দশনে যান তিনি। 

এ সময় উপাচার্য অস্থায়ী অ্যাকাডেমিক ভবনের নির্মাণ বিষয়ে খোঁজ-খবর নেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বশেফমুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত ভট্টাচার্য, রেজিস্ট্রার জনাব খন্দকার হামিদুর রহমান, উপ-রেজিস্ট্রার জনাব মহিউদ্দিন মোল্লা, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, ফিশারিজ বিভাগের শিক্ষক ড. আব্দুস ছাত্তার, ড. মাহমুদুল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, বিশ্বব্যাপী মহামারি নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) মাঝে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। এর মাঝে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমাদের সহকর্মী ও সম্মানিত শিক্ষকবৃন্দ যথেষ্ট দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 

তিনি বলেন, করোনার এই সময়ের মাঝেই শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভবন নির্মাণ কাজ শেষ হবে এবং আমরা মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হতে পারবো। এক্ষেত্রে নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও গবেষণানির্ভর আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এডিবি/