ন্যাভিগেশন মেনু

বশেমুরবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পক্ষকালব্যাপী ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বশেমুরবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - ইঞ্জিনিয়ারিং অনুষদের সদ্য নিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রকৌশলী এসএম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা প্রমূখ।

কে এম এস আর/এমআইআর/এডিবি