ন্যাভিগেশন মেনু

বশেমুরবিপ্রবি’তে অনলাইনে পাঠদান পরিচালনার দাবি শিক্ষার্থীদের


যুথি সাহা, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: 

করোনাভাইরাস মোকাবেলায়  সরকারি নির্দেশনা অনুয়ায়ী গত ১৭ মার্চ থেকে  সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে য়ায়। তখন থেকে বশেমুরবিপ্রবি'র শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করছে।

এ পর্যন্ত বশেমুরবিপ্রবি'র কয়েকটি বিভাগ অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু লক্ষ্য করা যায়, অধিকংশ বিভাগ অনলাইন পাঠদান পরিচালনা করেনি। 

বর্তমানে করোনা পরিস্থিতি থেকে আমরা কবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো তার কোন নির্দিষ্ট সময় নেই।

সুতরা, বর্তমানে বশেমুরবিপ্রবি'র সাধারণ শিক্ষার্থীদের দাবি হচ্ছে- অনলাইনে কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করেছে। আমরা কেন এ কার্যক্রম থেকে পিছিয়ে থাকবো? আমাদের কেন অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না?

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী  প্রিয়াল আহমেদ বলেন, "একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইচ্ছা করলে শিক্ষার্থীদের কল্যাণের জন্য অনেক উদ্যোগই গ্রহণ করতে পারে। 

২০২০ সালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীবৃন্দ। করোনাভাইরাসের কবলে প্রায় শেষ হয়ে যাচ্ছে এই বছর, ২০২১ বা ২০২২ সালে করোনাভাইরাস সম্পূর্ণরুপে বিদায় নেবে এমন গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারছেন না।

প্রত্যেক বিশ্ববিদ্যালয়েই অনেক স্কলার বা প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিবর্গ থাকেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ও অবশ্যই তার ব্যতিক্রম নয়। তবে প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদি সদিচ্ছা থাকে তবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা নিরসনে এগিয়ে আসতে পারে এবং এই সদিচ্ছা থাকা খুব স্বাভাবিক একটি বিষয়।

এছাড়াও, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবুল খায়ের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি প্রেরণ করেন। তিনি খোলা চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কার্যক্রম পরিচালনা করার জন্য এবং সেশনজট কমিয়ে আনার জন্য দাবি জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,' তার লেখা খোলা চিঠি কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং ফলপ্রসূ হবে।

জে এস / এস এস