ন্যাভিগেশন মেনু

বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) এ উপলক্ষে দুপুর ১টায় শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছাঃ হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ সাত্তার, শিক্ষক সসিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্ট্যাডিজের সহকারী অধ্যাপক সানজীদা পারভীন প্রমুখ।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাজ গঠনে নারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এডিবি/