ন্যাভিগেশন মেনু

বশেমুরবিপ্রবি’র কর্মকর্তা সমিতির নির্বাচন সম্পন্ন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর কর্মকর্তা সমিতির দ্বিতীয় বার্ষিক (২০২১-২০২২) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বশেমুরবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৫টি পদে তুহিন-মিরাজ পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১২ জন নির্বাচিত হন এবং হিরা-ওয়ালিদ পরিষদে সহ-সভাপতি সহ ৩ জন নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন, তুহিন মাহমুদ সভাপতি, সহ-সভাপতি শেখ মশিকুর রহমান (কলিন্স) ও চৌধুরী মনিরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সরাফত খান ও এস এম মাহাবুবুল হাসান (কামাল), অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান (মুরাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম, মাহাতাব উদ্দিন খান, মোঃ আশরাফুল ইসলাম, মশিউর রহমান ও মোঃ আরিফুল হক (সাগর)।

হিরা-ওয়ালিদ পরিষদ থেকে একটি সহ-সভাপতি, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক সহ মাট ৩টি পদে বিজয়ী হন। মোট ভোটার সংখ্যা ছিলো ৮৩ জন। এবারই প্রথম, কর্মকর্তা সমিতির নির্বাচনে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটারগণ।

ভোট গণনা শেষে দুপুরে ফলাফল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার, বশেমুরবিপ্রবি’র প্রকৌশলী এস এম এস্কান্দার আলী এক সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ী ও পরাজিত উভয় পরিষদের প্রার্থীদেরকে বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে মিলেমিশে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে মোঃ নজরুল ইসলাম (হিরা)-কে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত করে তুহিন মাহমুদ সভাপতি পদে নির্বাচিত হন। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন পর্যবেকক্ষণ করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কে এম /সিবি/ওআ