NAVIGATION MENU

বাঁশখালীতে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


বাঁশখালীর পুকুরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। 

সোমবার (১০মে) সকাল ১১টার দিকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই নারীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ওয়াই এ/এডিবি/