ন্যাভিগেশন মেনু

বাঁশখালীতে হাতির আক্রমণে কিশোর নিহত


বাঁশখালীতে লিচু বাগানে বন্য হাতির আক্রমণে সিবগাতুল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 বৃহস্পতিবার (২ মে) ভোর ৩টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এক নম্বর গোদারপাড় সংলগ্ন লিচু বাগানে এ ঘটনা ঘটে। নিহত রিজভী একই ইউনিয়নের কুলিনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।

জানা গেছে, কিশোর সিবগাতুল্লাহ রিজভী বিগত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ি ৩ নম্বর ওয়ার্ডের নুইন্না পুকুরপাড় এলাকার বদি আলমের পুত্র মো. ছগিরের মুদির দোকানে চাকরি করে আসছিলেন। বৃহস্পতিবার রাত ২ টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে দেখতে গেলে হাতির আক্রমণে গুরুতর আহত হয় সে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, পূর্ব বৈলছড়ি পাহাড়ি এলাকায় একটি হাতি লোকালয়ে প্রবেশ করে। এসময় নিজের লিচু বাগান থেকে হাতি তাড়াতে গেলে অন্ধকারে হাতির সামনে পড়ে যায় সিবগাতুল্লাহ। এসময় হাতি তাকে শুঁড় দিয়ে ছুঁড়ে মারলে সে গুরুতর আহত হয়।