ন্যাভিগেশন মেনু

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল


করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ভারত, শ্রীলংকা ও ব্রাজিল থেকে ইতালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞা ২১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।

নতুন ঘোষণায় যুক্তরাজ্যের যাত্রীদের জন্য আলাদা কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দেয়া হয়েছে।

একই ঘোষণায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং কানাডার যাত্রীদের নিষেধাজ্ঞা তুলে দেয়া হচ্ছে।

আগামী সোমবার থেকে নতুন ঘোষণা কার্যকর করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতালি ফ্রান্সের কৌশলের দিকে যাচ্ছে। দেশটি বিভিন্ন দেশের ওপর বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।

করোনার ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সামনের সোমবার সেটি শেষ হওয়ার কথা ছিল।

ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং বাংলাদেশের পরিস্থিতি উন্নত হলেই ইতালির প্রবেশ দ্বার খুলবে। তা না হলে, এভাবে সময় বারবার বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বৃহস্পতিবার (১৭ জুন) ইউরোপীয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. জওভান্নি লিউনার্দির সঙ্গে বৈঠক করেছেন।

এতে আটকে পড়াদের ইতালিতে ফিরতে সার্বিক সহযোগিতা করার জন্য ড. জওভান্নির সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। ইতালির স্বাস্থ্য সচিব বিষয়টি তার সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান।

ওআ/