ন্যাভিগেশন মেনু

বাংলাদেশি ও ভারতীয় খালি ট্রাকগুলো সাড়ে ৩ মাস পর নিজ দেশে ফিরে গেছে


করোনাভাইরাস মহামারির কারণে অবশেষে দীর্ঘ তিন মাস ১৬ দিন পর বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে থাকা ৩৪টি বাংলাদেশি খালি ট্রাক আজ ফিরে এসেছে। অপরদিকে বেনাপোল বন্দরে আটকে থাকা ১৪০টি ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে গেছে।

রবিবার (২৮ জুন) সকালে ৩০ জন বাংলাদেশি ট্রাক চালক পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস পরে স্বাস্থ্যবিধি মেনে ভারত সীমান্তে যায়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে খালি ট্রাকগুলো চালিয়ে বেনাপোলে ফিরে আসে। এসব ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ২২ মার্চের আগে ভারতে গিয়েছিল। সেখানে লকডাউনের কারণে খালি ট্রাকগুলো আটকা পড়লেও চালকরা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে আসেন। 

এর আগে বেনাপোল বন্দরে আটকে থাকা ভারতীয় প্রায় ১৪০টি খালি ট্রাক বৃহস্পতিবার (২৫ জুন) থেকে ফেরত নিয়ে যাচ্ছে ভারতীয় ট্রাক চালকরা। এসব খালি ট্রাক বন্দর এলাকায় রেখে ভারতীয় চালকরা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আগামীকাল সোমবারের মধ্যে ভারতীয় সব ট্রাক ফিরে যাবে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত ২৩ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। উভয় দেশের প্রশাসন ও ব্যবসায়ীরা কয়েক দফা বৈঠক হলেও করোনা পরিস্থিতির কারণে দু‘দেশের কেউ খালি ট্রাক ফেরত আনতে বা পাঠাতে পারেনি। গত ৭ জুন থেকে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে পুনরায় আমদানি শুরু হলেও এসব খালি ট্রাক আনতে পারেনি চালকরা। 

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে একাধিকবার আলোচনা করেও বাংলাদেশি খালি ট্রাকগুলো ফেরত আনা যায়নি। অবশেষে আজ রবিবার সকালে খালি ট্রাকগুলো ফেরত আনার জন্য শনিবার (২৭ জুন) বিকেলে আমাদের জানানো হয়। যাদের ট্রাক পেট্রাপোলে আটকে আছে তাদের বিষয়টি জানানোর পর আজ রবিবার সকাল থেকে ওসব খালি ট্রাকগুলো বাংলাদেশে ফেরত আসা শুরু হয়।

বেনপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, করোনা পরিস্থিতিতে ভারত সরকারের লকডাউনের কারণে দু‘দেশের বন্দরে বেশ কিছু খালি ট্রাক আটকে পড়ে। বৃহস্পতি, শনি ও রবিবার ভারতীয় অধিকাংশ খালি ট্রাক ফেরত নিয়ে গেছে। যে কটি বাকী আছে আগামীকাল সোমবারের মধ্যে সেসব ট্রাক তারা নিয়ে যাবেন। ভারতের পেট্রাপোলে বাংলাদেশি ৩৪টি খালি ট্রাক আজ রোববার ফেরত আনা হয়েছে।

এডিবি/