ন্যাভিগেশন মেনু

ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্র মামলার আসামি খালেদা-তারেক-ফখরুল


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধীদের আষ্ফালন রুখতে এবার রাজপথে নেমেছেন দেশের মানুষ। এরআগে বঙ্গবন্ধুর মূর্তি রক্ষায় আসরে নেমেছে আদালত।

এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র মামলায় জড়ালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তদীয় পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের পশ্চিম জনপদ জেলা কুষ্টিয়ার শাপলা চত্বরে বঙ্গবন্ধুর মূর্তি মৌলবাদীরা ভেঙে দেওয়ার পরে দেশের সর্বত্র তাঁর যে সব মূর্তি ও মুরাল আছে, তার নিরাপত্তা নিশ্চিত করতে হাসিনা সরকারকে নির্দেশ দেয় ঢাকা হাই কোর্ট। মূর্তিগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ করেছে, এক মাস পরে ক্যাবিনেট সচিবকে সে বিষয়ে রিপোর্ট দিতে বলেছে আদালত।

একই সঙ্গে মুজিবের জন্ম শতবর্ষে যে সব মূর্তি বা ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত শেখ হাসিনা সরকার নিয়েছে, চলতি বছরের মধ্যে তা শেষ করার নির্দেশও দিয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি সাহেদ নূরউদ্দীনের বেঞ্চ।

এছাড়া শেখ মুজিবের মূর্তি ধ্বংসের ডাক দেওয়া তিন মৌলবাদী নেতার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।

এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র মামলায় জড়ালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তদীয় পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই মামলায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখেছেন।

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ফুসছে বাংলাদেশ। দেশের উত্তর জনপদ জেলা  দিনাজপুরে মানববন্ধন পালন করেছে শাসকদল আওয়ামি লিগ। বুধবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় থানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শিবপুর উপজেলা আওয়ামি মৎস্যজীবী লিগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। 

অপরদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত দুই মাদ্রাসা ছাত্রকে পাঁচদিন করে ও দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেয়া আসামিরা হল- কুষ্টিয়ার জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসা শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদ (২০)।

ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মানহানি মামলা নেওয়ার আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

মামলার আরজিতে বাদী এ বি সিদ্দিকী দাবি বলেন, ঢাকায় এক আলোচনা সভায় আসামি মামুনুল হক এবং জুনায়েদ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারীতে এক সভায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন।

এর আগে খালেদা জিয়া শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর হুমকি দিয়েছিলেন। আসামি ফয়জুল করীম বায়তুল মোকাররম মসজিদের সামনের এক জনসভায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন। ভাস্কর্য তৈরি করা হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন আসামি ফয়জুল করীম।

এস এস