ন্যাভিগেশন মেনু

টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত


কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে বিসিবি প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, ‘শ্রীলঙ্কা অনেকগুলো শর্ত মেনে নিয়েছে, কিন্তু যেটা আসল সেটা মানেনি। সেটা হলো ১৪ দিনের কোয়ারেন্টিন। আমরা জানিয়ে দিয়েছি সম্ভব না। পরিস্থিতি যখন ভালো হবে তখন হয়তো হবে।’

তিনি বলেন, ‘সফরের জন্য যে শর্ত চাপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা, সেটিকে অদ্ভুত বললেও কম হবে। সেগুলো ক্রিকেটের সংস্কৃতির সঙ্গেও যায় না।’

তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সফর আয়োজন হতে পারে বলে জানান বিসিবি বস পাপন। 

এদিকে, লঙ্কা সফর পিছিয়ে গেলেও ঘরোয়া লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন বোর্ড প্রধান। করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে বলে জানান তিনি।

এমআইআর/ওআ