ন্যাভিগেশন মেনু

বাংলাদেশে ২৫ হাজার টন পিয়াঁজ রপ্তানির অনুমতি দিলো ভারত


বাংলাদেশে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পিয়াঁজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ভারতের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে শুধু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে জোরালো বন্ধুত্বের নিদর্শন হিসেবে নিষেধাজ্ঞার মধ্যেও এই পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

গত সোমবার থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে পিয়াঁজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে ২৫০ ট্রাক পিয়াঁজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের বিভিন্ন সড়কে আটকা পড়ে আছে। 

লোডিং থেকে শুরু করে এ পর্যন্ত ৯-১০ দিন পার হয়ে যাওয়ায় অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে এসব পিয়াঁজে পচন ধরতে শুরু করেছে। এমন অবস্থায় এসব পিয়াঁজ রপ্তানি না করলে আমদানিকারকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভারতের পিয়াঁজ রপ্তানির অনুমতির সিদ্ধান্ত জানানো হলো।

এদিকে, বাংলাদেশে ভারতের পিয়াঁজ রপ্তানির অনুমতির খবর শুক্রবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।