ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ১ম টি-টোয়েন্টি মঙ্গলবার


৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অ্যারন ফিঞ্চের পরিবর্তে এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েথ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সোমবার (২ আগস্ট) সকালে মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোভিড সতর্কতার মধ্যে অনুশীলন সেরেছে টিম অস্ট্রেলিয়া।

সকালে অনুশীলনে ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং ৩ বিভাগেই ব্যস্ত সময় পার করেছেন অস্ট্রেলয়িা দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে কড়া নিরাপত্তায় হোটেল ফিরে যায় টিম অস্ট্রেলিয়া।

বিকেল থেকে অনুশীলনে মাহমুদউল্লাহ-সাকিবরা। জ্বৈব সুরক্ষা বলয় মানতে প্র্যাকটিস ভেন্যুতে ছিল কড়াকড়ি নিরাপত্তা। বাইরের কাউকেই আসতে দেয়া হয়নি স্টেডিয়াম এলাকার আশেপাশে।

সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

অস্ট্রেলিয়া দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, বেন মেকডেরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।অস্ট্রেলিয়া দল

বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

এমআইআর/ওআ