ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ঘিরে জুয়া, তিন ভারতীয় রিমান্ডে


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চলমান টেস্ট সিরিজকে ঘিরে জুয়া পরিচালনার অভিযোগে গ্রেফতার তিন ভারতীয় নাগরিকের প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার  (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দেন। এ সময় ওই তিন আসামি- সুনীল কুমার (৩৮), চ্যাটন শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২) আদালতে উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাতদিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত শনিবার   সাগরিকা স্টেডিয়াম গেট থেকে ‘আন্তর্জাতিক জুয়াড়ি’ সন্দেহে এই তিন ভারতীয় নাগরিককে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় বিসিবির সুপারভাইজার মো. আরেফিন হোসেন ইমরান বাদী হয়ে পাহাড়তলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এস এস