ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নেপালের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০’ এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রীতি ম্যাচে গ্যালারির টিকেটের দাম ১০০ ও ভিআইপি টিকেটের দাম ৫০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে জামাল ভূঁইয়ারা। আর এ ম্যাচে মাঠে প্রবেশ করতে পারবে দর্শকরাও।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে মতিঝিলের বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ফেডারেশন সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ‘বাংলাদেশ-নেপালের ম্যাচে ৮ হাজার লোক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। গ্যালারির জন্য গুনতে হবে ১০০ টাকা। আর ৫০০ টাকা দিয়ে ভিআইপি গ্যালারির টিকেট কিনতে হবে।’

এমআইআর/এডিবি