ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ ব্যাংক সুদ ও জমার হার কমিয়েছে


এবার নীতি সুদহার ও ব্যাংকগুলোর জমার হার কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। করোনা সংকট মোকাবেলায় এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর কাছে নগদ টাকার পরিমাণ বাড়বে।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির ৪৬তম সভায় গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানায়, বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি ও পরিস্থিতি আলোচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ব্যাংকের মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত মতে, আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর নগদ জমা ২ সপ্তাহ ভিত্তিতে সাড়ে ৫ থেকে ৫ শতাংশ করা হবে। দৈনিক ভিত্তিতে ৫ শতাংশ থেকে সাড়ে ৪ শতাংশ করা হবে। পাশাপাশি রেপো সুদহার বার্ষিক ৬ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ পুন:নির্ধারণ করা হয়। যা কিনা মঙ্গলবার (২৪ মার্চ) থেকে এ হার কার্যকরের কথা রয়েছে।

এমআইআর/এডিবি

আরো পড়ুন: