ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-ভারতে প্লেন চলাচল শুরু ২৮ অক্টােবর


করােনা মহামারির কারনে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এয়ার বাবল এর মাধ্যমে আগামি ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারতের আকাশপথ খুলছে। এই বিশেষ ব্যবস্থায় দুই দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচল করবে।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সপ্তাহে ৫ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবেন।

সিদ্ধান্ত অনুযায়ি, সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে এবং ভারত থেকে আসবে ২৮টি ফ্লাইট আসবে ঢাকায়।

বাংলাদেশি এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভো এয়ার প্লেন পরিচালনা করবে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা- দিল্লি ও ঢাকা- কলকাতা রুটে, ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা- চেন্নাই রুটে এবং নভো এয়ার ঢাকা কলকাতা রুটে প্লেন পরিচালনা করবে।

অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিসতারা এবং গোএয়ার প্লেন পরিচালনা করবে।

সম্প্রতি পর্যটন ছাড়া ৯টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের অনলাইন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।

এডিবি/