রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকা সফরের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাশিয়ার সাথে একক মুদ্রায় বাণিজ্যিক লেনদেন নিয়ে আলোচনার অংশ হিসাবে সম্প্রতি রুশ মুদ্রায় লেনদেনের বিষয়টি চূড়ান্ত অনুমতি দিয়েছে রাশিয়া সরকার ।
শনিবার বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশসহ ৩০টি দেশে রাশিয়ান মুদ্রা ‘রুবল’ ব্যবহার করে বাণিজ্যিক লেনদেন করার অনুমতি দিয়েছে বলে রাশিয়ার সরকার এ তথ্য প্রকাশ করেন।
তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে- আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কেমিনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ব্রাজিল, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে চীন, ভারত ও রাশিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে একাধিক বৈঠকও হয় ওইসব দেশের কর্মকর্তাদের সঙ্গে । ভারত-চীনসহ কয়েকটি দেশ ‘রুবলে’ রাশিয়ার সঙ্গে বাণিজ্য শুরু করলেও শুল্কহারসহ বিভিন্ন কারণে বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে রাশিয়ার আলোচনা খুব একটা এগোয়নি সংশ্লিষ্ট দেশের মুদ্রায় লেনদেনের বিষয়।
সম্প্রতি ভারতের সঙ্গেও তাদের দেশীয় মুদ্রা রুপিতে লেনদেনের বিষয়ে চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত। চীনকেও একটি প্রকল্পের অর্থ দিতে গিয়ে তাদের মুদ্রায় অর্থপরিশোধ করেছে বাংলাদেশ।
রাশিয়ান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশসহ ৩০টি দেশে রাশিয়ান মুদ্রা ‘রুবল’ ব্যবহার করে বাণিজ্যিক লেনদেন করার অনুমতি দিয়েছে মর্মে রাশিয়ার সরকার এ তথ্য প্রকাশ করায়,রাশিয়ার সঙ্গেও রুশ মুদ্রায় লেনদেনের বিষয়টি চূড়ান্ত হলো। এতে আমদানি খাতে কিছুটা হরেও স্বস্তি ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা রাশিয়ার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।