ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে শঙ্কা


শ্রীলঙ্কান কভিড-১৯ টাস্কফোর্সের নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন স্থগিত রাখতে হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লঙ্কান গণমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এক সাক্ষাৎকারে জানান, দেশটির কভিড টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘কোয়ারেন্টিনের সময় ১৪ দিনের জায়গায় ৭ দিন করতে হবে। একইসঙ্গে টাইগারদের কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের দাবিও জানানো হয়। ’

এছাড়াও সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী।  

অ্যাশলে ডি সিলভা বলেন, ‘শুধু বাংলাদেশ নয় যেকোন বিদেশি শ্রীলঙ্কায় প্রবেশ মানেই ১৪ দিনের কোয়ারেন্টিন। আর তাই শর্ত মেনে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগার ক্রিকেটারদের, অন্যথায় বাতিল করা হবে পুরো সিরিজটিই। যে কারণে ১৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আরেক দফা পেছানোর শঙ্কা লঙ্কান প্রিমিয়ার লিগও (এলপিএল)।’

তিনি আরও জানান, ‘লঙ্কান কভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হচ্ছে না। বেশ কয়েক দফা তাদের সাথে এই বিষয়ে বসা হয়েছে তারা কিছু্তেই মানতে চাইছে না। আর তাই আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দিবো, কভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতেই হবে।’

ওয়াই এ/ এডিবি