ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ সফর করতে চায় আফগান ক্রিকেট দল


আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আজিজুল্লাহ ফজলি। দায়িত্ব নিয়েই তিনি এশিয়ার ক্রিকেটের শক্তিশালী দলগুলির সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের বিষয়ে আলোচনা করার কথা জানিয়েছেন। প্রথমে পাকিস্তান, তারপর ভারত, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে সফরে যাচ্ছেন তিনি। 

এই দেশগুলির ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এর আগে তালেবানরা ক্ষমতা দখলের পর দেশটিতে নিষিদ্ধ করা হয় নারীদের ক্রিকেট। যার ফলে অস্ট্রেলিয়া তাদের টেস্ট সিরিজ স্থগিত করার হুমকি দেয়। তাছাড়া পাকিস্তানের সঙ্গেও দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। সেই সিরিজটিও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।

এ বিষয়ে ফজলি জানিয়েছেন, 'সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আমাদের যে সিরিজ হওয়ার কথা ছিল, সেটা আমরা আয়োজন করতে চাই। সে বিষয়েই আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছি। রমিজ রাজার সঙ্গে দেখা করে এই সিরিজের বিষয়ে আলোচনা করব। ২৫ সেপ্টেম্বর আমি পাকিস্তান সফরে যাচ্ছি। তারপর আমি ভারত, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত সফরে যাব। এই দেশগুলির ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলব।' 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আরও বলেছেন, 'আফগান ক্রিকেটের উন্নতিই আমাদের লক্ষ্য। এ বিষয়ে অন্য দেশগুলির সহযোগিতা দরকার। সেই কারণেই আমি এই সফরে যাচ্ছি।'

এস এস