ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ ৫ সিনিয়রের ওপর নির্ভরশীল নয়: রোডস


৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশ দল এখন লেস্টারে। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস মনে করেন, পাঁচ সিনিয়র ক্রিকেটারের বাইরেও বাংলাদেশ শক্তি সঞ্চয় করেছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ দল এখন আর পাঁচ সিনিয়র ক্রিকেটারের ওপর নির্ভর করে থাকা দল নয়।

রোডস মনে করেন, এ পাঁচ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ—বাংলাদেশ দলের ‘মেরুদণ্ড।

তিনি বলেন এই পাঁচ ক্রিকেটারের বাইরেও বাংলাদেশ দল এখন শক্তিশালী। কারণ বাংলাদেশ দলে এখন প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।

তরুণেরাও এখন প্রয়োজনের সময় দায়িত্ব নিতে শিখেছে খেলছেন। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল তার সাম্প্রতিকতম নজির। সাকিব ছাড়াই ফাইনালে, দলের দুই তরুণ সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ।

এমআইআর /এসএস