ন্যাভিগেশন মেনু

বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ৫ দিন বন্ধ ঘোষণা


পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা প্রতিরোধে নির্দেশনা সঠিকভাবে না মানায় আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

শনিবার (২৯ মে) রাতে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, রবিবার (৩০ মে) থেকে বৃহস্পতিবার (৩ জুন) বন্দর দিয়ে জরুরি পণ্য ছাড়া সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

চলমান করোনাকালে স্থলবন্দর দিয়ে যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও বন্ধ হয়নি পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি। প্রতিদিন ভারত নেপাল ও ভুটানের শতাধিক পণ্যবাহী গাড়ি ঢুকছে বন্দরটিতে। এ পরিস্থিতিতে তেঁতুলিয়া উপজেলা করোনা প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটি বন্দরের জন্য ১৪টি নির্দেশনা জারি করলেও তার বেশি ভাগ ঠিকমতো মানা হচ্ছে না। ফলে স্থানীয়দের চাপের মুখে ব্যবসায়ীরা ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেন, রবিবার থেকে আগামী পাঁচদিন বন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানি করবে না। আমি ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করছি। কারণ, ভারতের শিলিগুড়ি বাংলাবান্ধা স্থলবন্দর থেকে অনেক কাছে। শিলিগুড়িতে করোনার যে নতুন রূপ দেখা দিয়েছে তা আমাদের এলাকায় ছড়িয়ে পড়লে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, ভারতীয় ধরন এড়াতে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এসএ/এডিবি/