ন্যাভিগেশন মেনু

বাইডেনের জয় উদযাপন করছেন সমর্থকরা


তুমুল লড়াই, উত্তেজনা, উৎকণ্ঠা ও দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন।

শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নাম ঘোষণার পরেই তার সমর্থকরা জয় উদযাপন শুরু করেছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মার্কিন সম্প্রচারমাধ্যমগুলোতে বাইডেনের জয় ঘোষণা হওয়ার পরপরই হোয়াইট হাউজের বাইরে জড়ো হন তার সমর্থকরা। সেখানে নেচে-গেয়ে এবং আতশবাজি ফুটিয়ে বাইডেনের জয় উদযাপন করেন তারা। ওয়াশিংটনের ডুপন্ট চত্বরেও জড়ো হয়েছিলেন বাইডেনের শত শত সমর্থক। সেখানেও নেচে-গেয়ে, গাড়ির হর্ন বাজিয়ে বাইডেনের জয় উদযাপন করা হয়েছে।’

এদিকে বাইডেনের জয়ের পর নিউইয়র্কের রাজপথগুলোও ছিল তার সমর্থকদের দখলে। সেখানে গাড়ির হর্ন বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে বাইডেনের জয় উদযাপন করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট দলের প্রার্থী জো বাইডেন। পেনসেলভেনিয়ার পপুলার ভোটে জয় পাওয়ায় সেখানকার ২০টি ইলেকটোরাল বাইডেনের পক্ষে যায়। ফলে জয়ের লক্ষ্যমাত্রার কাছা কাছি থাকা বাইডেন এক লাফেই পার হয়ে যান ২৭০ এর কোটা।

এমআইআর/এডিবি