ন্যাভিগেশন মেনু

বাগদাদে সেনা চৌকিতে জঙ্গি হামলায় নিহত ১১


ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে একটি সেনা চৌকিতে জঙ্গি গোষ্ঠীর হামলায় সেনা সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (৯ নভেম্বর) বন্দুকধারীরা নগরীর আল-রাদওয়ানিয়া এলাকায় চারটি গাড়িতে করে এসে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বন্দুকধারীরা গ্রেনেড ও গুলি ছোড়া শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে রবিবার দেশটির নিরাপত্তা বাহিনীর এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পর্যবেক্ষণ টাওয়ারে আইএস-এর হামলায় সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত আদিবাসী নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য এবং স্থানীয় ছয় বাসিন্দা নিহত হন। হামলার শিকার সেনা সদস্যদের সহযোগীতা করতে এসে প্রাণ হারান তারা।’

দেশটির হাসপাতাল সূত্রে জানা যায়, আহত আটজনকে সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করার হয়েছে।

এদিকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হামলার জন্য আইএসকে দায়ী করা হলেও তারা এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

ওয়াই এ/এডিবি