ন্যাভিগেশন মেনু

বাগেরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন


বাগেরহাটের ফরিকহাট থানায় দায়েরকৃত মাদক মামলায় আজিম শেখ ওরফে আজিম মেম্বার (৫০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন কুমার এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত একই মামলার অন্য তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আজিম বাগেরহাটে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মো. জব্বার শেখের ছেলে।

খালাসপ্রাপ্ত তিনজন হলেন - দণ্ডপ্রাপ্ত আজিমের স্ত্রী সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খান। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার জানান, ২০১২ সালের ১৪ জুন নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আজিম শেখকে আটক করে ফরিকহাট থানা পুলিশ। পরে পুলিশ একই বছরের ৫ সেপ্টেম্বর আজিম মেম্বার, সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

তিনি আরও জানান, আদালত এই মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য তিনজনকে বেকসুর খালাস দেন আদালত। 

এস এ /এডিবি