NAVIGATION MENU

বাগেরহাটে সাবেক এমপি করোনা আক্রান্ত


বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের কভিড-১৯ পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা এবং মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার নতুন করে জেলায় আরো ৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হলো।

এ পর্যন্ত বাগেরহাট জেলায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ৭৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন উঠেছেন ৬২০ জন। বাকিদের নিজেদের বাড়ি ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এডিবি/