ন্যাভিগেশন মেনু

নাইজেরিয়ায় ৩৩০ স্কুলছাত্র অপহরণ: উদ্ধার ১৭ নিহত ২


নাইজেরিয়ার  উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে অপহরণ হওয়া ৩৩০ জন স্কুলছাত্রের মধ্যে অভিযান চালিয়ে কমপক্ষে ১৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেশটির একজন কর্মকর্তা আনাদুলু অ্যাজেন্সিকে জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারী একটি স্থানীয় রেডিও স্টেশনকে জানান, গত শুক্রবার (১১ ডিসেম্বর) কাটসিনার ছোট্ট শহর কাঁকড়ার একটি বোর্ডিং স্কুল থেকে ওই ছাত্রদের বোকো হারাম গোষ্ঠী দ্বারা অপহরণ করার পরে তিনি এই অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।

গভর্নর আমিনু মাসারী জানান, অপহৃত শিক্ষার্থীদের বেশিরভাগই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা বনের। তাদের বাঁচানোর চেষ্টা চলছে।

ক্যাটসিনা রাজ্যের পুলিশের মুখপাত্র গ্যাম্বো ইসাহ বলেছেন, ছাত্রদের অপহরনের সময় এক নিরাপত্তা প্রহরী আহত হয়েছে। ছাত্রদের উদ্ধারে অতিরিক্ত সুরক্ষা বাহিনী ওই এলাকায় পাঠানো হবে।

গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি স্কুলে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বন্দুকধারীরা মোটরবাইকে করে এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় তারা শত শত শিক্ষার্থীকে অপহরণ করে এবং আশেপাশের জঙ্গলে লুকিয়ে রাখে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলার পর নিখোঁজ থাকা প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করেছে বোকো হারাম।

এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

ওয়াই এ/এডিবি