ন্যাভিগেশন মেনু

বানিয়াচংয়ে নৌকাডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর পাঁচকড়ি হাওরে নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) নিখোঁজ আলী নূর ও তার সাত বছর বয়সী ছেলে খোকন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে দোলহেনা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার  সকালে গভীর হাওরে বাবা-ছেলের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃতরা আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। তারা সবাই একই পরিবারের সদস্য।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাঁচকড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। এতে দোলহেনা আক্তার নামে এক তরুণী মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন দোলহেনার ভাই আলী নূর (৩৮) ও আলী নূরের ছেলে খোকন মিয়া (৭)।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম মিয়া জানান, যাত্রীবাহী একটি নৌকা শিবপাশা থেকে শাহজালালপুর বাজারের দিকে যাচ্ছিল। দুপুরে পাঁচকড়ি হাওরে পৌঁছলে নৌকাটি ডুবে যায়।

নিহত তিনজনের পরিবারকে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।

সিবি/এডিবি