ন্যাভিগেশন মেনু

বান্দরবানে ‘গুলিযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত


বান্দরবানে বিজিবির সঙ্গে ‘গুলিযুদ্ধে’ মো. আব্দুর রহিম নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বিজিবি সদস্য। এ সময় প্রায় ৫০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

আব্দুর রহিম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর ওয়াদুল হকের ছেলে।

কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়ন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় একটি দলকে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে বিজিবির ওপর গুলিবর্ষণ করে। এ সময় বিজিবি পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশিয় বন্দুক ও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

এডিবি/