ন্যাভিগেশন মেনু

বায়ুমণ্ডলীয় পরিবেশ ও দূষণ নিয়ে গবেষণায় চীনের নতুন স্যাটেলাইট


বায়ুমণ্ডলীয় পরিবেশ ও দূষণ বিষয়ক গবেষণাকে আরও এগিয়ে নিতে শিগগিরই একটি নতুন উপগ্রহ পেতে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা।

সাংহাই একাডেমি অফ স্পেসফ্লাইট টেকনোলজির ডিজাইনাররা বলছেন, ইন-অরবিট পরীক্ষার পর বায়ুমণ্ডলীয় পরিবেশ পর্যবেক্ষণ স্যাটেলাইটটি তার পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করবে এবং বিজ্ঞানীদের কাছে উপাত্ত পাঠাবে।

প্রায় ২ দশমিক ৬ টন ওজনের স্যাটেলাইটটিকে একটি লং মার্চ ৪সি ক্যারিয়ার রকেটে করে গত শনিবার চীনের শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং সেটি পৃথিবী থেকে ৭০৫ কিলোমিটার উপরে তার কক্ষপথে প্রবেশ করে।

ডিজাইনাররা বলছেন, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস ও অন্যান্য পরিবেশগত উপাদান পর্যবেক্ষণ করতে এই স্যাটেলাইটটি ব্যবহার করা হবে। এটি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনের উপর গবেষণার উপাত্ত সরবরাহ করবে এবং কৃষি ফলন ও ঝুঁকির পূর্বাভাস দিতে সাহায্য করবে। (সূত্র: সিএমজি)